স্বৈরাচার ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গণতন্ত্র ধ্বংস এবং দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় বাহিনীর মাধ্যমে সংগঠিত গণহত্যার অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল।

 0  38
স্বৈরাচার ও গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বিক্ষোভে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি বলেন, শেখ হাসিনার সরকার একটি অবৈধ, ফ্যাসিস্ট ও জনগণবিরোধী সরকার। তারা শুধু গণতন্ত্রই নয়, মানুষের জীবনের অধিকারও ধ্বংস করে দিয়েছে। গুম, খুন, মিথ্যা মামলা ও পুলিশি নির্যাতনের মাধ্যমে দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও জুলাই গণহত্যার সাথে সরাসরি শেখ হাসিনা ও তার দোসররা জড়িত তাই অবিলম্বে তাদের গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে।

এ সময় ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরাম আহমেদ বলেন, স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরদের অবিলম্বে গ্রেফতার করে আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে,তা না হলে এই আন্দোলনকে আরও বেগবান করা হবে।

এছাড়াও তিনি আরো বলেন-সামাজিক যোগাযোগ মাধ্যমে বটবাহিনী ছাত্রদলের নামের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এদের বিরুদ্ধে ছাত্রদলের নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বানও জানান

ছাত্রদলের এই বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্য রাখেন।

বিক্ষোভ মিছিলটিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ সভাপতি সারোয়ার আলম পিয়াস, মোঃ কাউসার খান, যুগ্ম সম্পাদক শাহরিয়ার মাহমুদ রাফি, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক মোঃ কাজী কাওসার। এছাড়াও আরো উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আসাদুজ্জামান আসাদ,ওমর নাহিম,আঁকিল আহমেদ অনিক, আশিকসহ ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 1
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0