বিসিবির নতুন সভাপতি বুলবুল!

বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ফারুক আহমেদ আর বিসিবি সভাপতি পদে থাকছেন না। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। গতকাল রাত থেকে এই গুঞ্জন হয়ে উঠেছে আরও বেশি জোরালো।

 0  1
বিসিবির নতুন সভাপতি বুলবুল!

গতকাল রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে বৈঠক করেন ফারুক আহমেদ। সেখানেই তাকে 'কন্টিনিউ' না করতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন আসিফ মাহমুদ। বিষয়টি দৈনিক আমার দেশকে নিজেই নিশ্চিত করেছেন ফারুক আহমেদ।

গত বছরের ২১ আগস্ট যথাযথ প্রক্রিয়া মেনে বিসিবি সভাপতি পদে বসেন। এরপর থেকেই সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। সে সময় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর মনোনীত হয়ে পরিচালনা পরিষদের ভোটে সভাপতি হন ফারুক আহমেদ।

তবে ফারুক আহমেদ ও ক্রীড়া উপদেষ্টার মুখোমুখি অবস্থান বাংলাদেশ ক্রিকেটের জন্য অশনি সংকেত হিসেবে ধরা যায়। কারণ- আইসিসি কখনই কোনো দেশের ক্রিকেট বোর্ডের উপর রাজনৈতিক হস্তক্ষেপ সহ্য করে না। আসলেই যদি তেমন কিছু হয়ে থাকে তাহলে হয়তো নিষেধাজ্ঞা খড়্গ আসতে পারে বাংলাদেশ ক্রিকেটের ওপর। রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপে আইসিসির জিরো টলারেন্স নীতির কারণে এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডকে নিষিদ্ধ করেছিল।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0