অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার পাশে বিএনপির নেতা লায়ন খোরশেদ আলম

জনপ্রিয় লোকসংগীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

 0  4
অসুস্থ কাঙ্গালিনী সুফিয়ার পাশে বিএনপির নেতা লায়ন খোরশেদ আলম

শনিবার (১৪ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি সাভার পৌরসভার জামসিং এলাকায় কাঙ্গালিনী সুফিয়ার ভাড়া বাসায় যান। এ সময় শিল্পীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবায় নগদ অর্থসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

চিকিৎসা সহায়তা পেয়ে আবেগাপ্লুত কাঙ্গালিনী সুফিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘অনেক দিন পর কারও কাছে মনে হলো আমি আপন।’

এ সময় খোরশেদ আলম বলেন, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা সবসময় অসহায়, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করি। কাঙ্গালিনী সুফিয়া আমাদের দেশের সম্পদ। আজ বিএনপির পক্ষ থেকে তার পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত।

এ সময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক, ২ নম্বর ওয়ার্ডের মো. ইয়ার রহমান উজ্জ্বল, ৭ নম্বর ওয়ার্ডের মো. ইউনুস খান ও ৮ নম্বর ওয়ার্ডের মোশারফ হোসেন মোল্লাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0