বিসিবির উপর আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা

কোনো দেশের ক্রিকেট বোর্ডে রাজনৈতিক কিংবা সরকারি হস্তক্ষেপ হলে আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা।

 0  0
বিসিবির উপর আসতে পারে আইসিসির নিষেধাজ্ঞা

বিসিবি সভাপতি ফারুক আহমেদকে 'কন্টিনিউ' করতে না চাওয়ায় সরকারের সঙ্গে তৈরি হয়েছে দূরত্ব। আইসিসির নিয়মের কারণে বিসিবিতে সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না সরকার।

সরকারি হস্তক্ষেপ এড়াতে বিসিবির পুরো পরিচালনা পরিষদকে হতে হয় নির্বাচিত। ফারুক এনএসসি মনোনীত পরিচালক হওয়ায় সে মনোনয়নে এনএসসির পরিবর্তন আনার সুযোগ আছে। এনএসসি মনোনীত হলেও ফারুক আহমেদ পরিচালনা পরিষদ কর্তৃক নির্বাচিত সভাপতি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করলে সরকার তাকে সরিয়ে দিতে পারবে কি না তা নিয়ে আছে নানান প্রশ্ন।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0